ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠচার্জ, আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৪ মে ২০২২  
মুন্সীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠচার্জ, আহত ৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল। এ সময় পুলিশের লাঠিচার্জে জেলা ছাত্রদলের ৬ নেতাকর্মী আহত হন।

মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি আব্দুল হাসেম, শহর ছাত্রদলের আহবায়ক মো. রোমান হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক শহীদ খান উজ্জ্বল, আধারা ইউনিয়ন ছাত্রদল নেতা ফারদিন।

জেলা ছাত্রদলের সভাপতি  মোজাম্মেল হক মুন্না জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল শহরের খালইস্ট এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। পরে সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে আমাদের সংগঠনের ছয় নেতাকর্মী আহত হযন। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করছিলাম। এতে পুলিশ লাঠিচার্জ করে। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বিশৃঙ্খলা এড়াতে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি।
 

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়