ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অর্থ আত্মসাতে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৫ মে ২০২২  
অর্থ আত্মসাতে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে

বিদ‌্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিনে থাকা বান্ধাবাড়ী জেবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রশিদ ও ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান মোল্লার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ মে) দুপুরে আদালতে হাজিরা দিতে গেলে কোটালীপাড়া আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায় তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ জুন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও সভাপতি হান্নান মোল্লা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়ের জনতা ব্যাংক, কোটালীপাড়া শাখার সঞ্চয়ী হিসাব থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করেন।

এ ঘটনায় ২০২২ সালের ২৪ মার্চ ওই বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক বাদী হয়ে দুজনকে আসামি করে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরপর থেকে আসামিরা জামিনে ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে কারাগারে পাঠানোর বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

বাদল/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়