ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সন্ত্রাসী হামলায় চোখ হারালেন মুক্তিযোদ্ধা, প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৬ সেপ্টেম্বর ২০২২  
সন্ত্রাসী হামলায় চোখ হারালেন মুক্তিযোদ্ধা, প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে জেলার বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম আরজু, মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার, জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। 

এ সময় জেলার শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আব্দুল আজিজকে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তখন ইট দিয়ে চোখে আঘাত করে প্রীতম। এতে তার বাম পাশের চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও অঙ্গ হানীর কারণে নতুন করে দণ্ডবিধি যোগ করে পুনরায় মামলা লিপিবদ্ধ করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, আসামি প্রীতমকে তার নানাবাড়ি ঘিওর উপজেলা থেকে র‌্যাব-৪ আটক করেছে। এর আগে গত রোববার মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকায় প্রীতমের হামলায় গুরুতর আহত হন আব্দুল অজিজ। বর্তমানে তিনি ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।  

চন্দন/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়