নরসিংদী মডেল থানার সেই ওসিকে প্রত্যাহার
নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

নরসিংদী উপজেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন আবুল কাশেম ভূঁইয়া।
তাকে প্রত্যাহারের পর এর পেছনে ‘প্রশাসনিক’ কারণ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ।
জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রাতে বাসের টিকিট না পেয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি প্রাইভেটকারে ঢাকায় আসছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আল-মামুন। এ সময় যাত্রীবেশে থাকা ৪ ছিনতাইকারী গলায় ছুরি ধরে পকেটে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু কেড়ে নেয়। গাড়িটি নরসিংদীতে আসার পর হাত-পা ও চোখ বেঁধে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এ ঘটনার পর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নিয়ে নরসিংদী মডেল থানায় যান তিনি। অভিযোগ পড়ে মডেল থানার ওসি বলেন, আপনি ব্যাংকে চাকরি করেন, এই ভুল কেমনে করলেন? বেঁচে আছেন, এই শুকরিয়া করে বাড়ি চলে যান।
‘বেঁচে আছেন, এই শুকরিয়া’ এই কথাটি ফেসবুকে ভাইরালের পরপরই তাকে প্রত্যাহার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ জানান, প্রশাসনিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে নরসিংদী মডেল থানার ওসির দায়িত্ব থেকে মো. ফিরোজ তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে।
হৃদয়/টিপু
আরো পড়ুন