ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. জুয়েল (৪৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জুয়েল ওই এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কশপে চাকরি করতেন। জুয়েলের দুই শিশু সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার জমি সংক্রান্ত বিষয়ে বাবা ও বড় বোনের সঙ্গে জুয়েলের কথা-কাটাকাটি হয়। এর জেরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, এর আগে ২০০৫ সালে নিহতের ছোট ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব পারিবারিক কলহের কারণে ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘‘এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অনিক/রাজীব