ঢাকা     শনিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৫ ১৪৩১

ফরিদপুরে সাংবাদিকের বাসার গ্রিল কেটে চুরি

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২১ জানুয়ারি ২০২৫  
ফরিদপুরে সাংবাদিকের বাসার গ্রিল কেটে চুরি

চোরেরা বাসার জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়

ফরিদপুরে সাংবাদিক শফিকুল ইসলামের (২৯) বাসার জানালার গ্রিল কেটে চুরি করা হয়েছে। এ সময় চোরেরা বাসা থেকে ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরি করা হয়েছে। রোববার ও সোমবার শ্বশুর বাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় তারা বাসায় ফেলেন।

শফিকুল ইসলাম জানান, তার বাসার স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে। বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে।

আরো পড়ুন:

শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সালথা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।

ফরিদপুরের কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/তামিম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়