আইসিইউ থাকলেও সেবা নেই
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাদারীপুরে ২৫০ শয্যা হাসপাতালে ১০ বেডের আইসিইউ
মাদারীপুরে ২৫০ শয্যা হাসপাতালে ১০ বেডের আইসিইউ থাকলেও সেবা পাচ্ছে না মুমূর্ষু রোগীরা। সরকার লোকবল না দেওয়ার কারণে এই আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হচ্ছেনা, জানিয়েছেন জেলার সিভিল সার্জন।
অনেক মুমূর্ষু রোগী ঢাকা, বরিশাল বা ফরিদপুর নেওয়ার পথেই প্রাণ হারায়। আইসিইউ ইউনিট চালু থাকলে স্বজনরা এসব রোগীদের বাঁচাতে শেষ চেষ্টা করতে পারতেন। সরকার এই ইউনিটে লোকবল না দেওয়ায় মুমূর্ষুরা যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ মাদারীপুরবাসীর।
মাদারীপুর (প্রাঃ) অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন বলেন, “মাদারীপুর থেকে প্রায়ই মূমুর্ষ রোগী নিয়ে ঢাকা, বরিশাল বা ফরিদপুর নিয়ে যায় আমাদের অ্যাম্বুলেন্সগুলো। এরমধ্যে বেশীরভাগ রোগীর এতটা খারাপ থাকে যে তাদের নিয়ে গন্তব্যে পৌছার আগেই মারা যায়। যদি মাদারীপুর ২৫০ বেডের হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিটটি লোকবল দিলে চালু করতো তাহলে হয়তো অনেক জীবন বেঁচে যেতো।”
স্থানীয় শাহজাহান মোল্লা, বাতেন মোল্লা, মিজানুর রহমানসহ কয়েকজন জানালেন, সরকারি হাসপাতালে এমনিতেই চিকিৎসা পেতে কষ্ট হয়। তারপর যদি লোকবল কম থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে। এছাড়া কোন রোগীর অবস্থা একটু খারাপ হলেই তাকে ঢাকা, বরিশাল বা ফরিদপুরে রেফার করে দেয়। অনেক রোগী রেফার করা হাসপাতালে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সে মারা যায়। মাদারীপুর জেলাসহ আসেপাশের জেলাগুলোতেও আইসিইউ নেই। তার মাদারীপুর আইসিইউ চালু হলে এ অঞ্চলের রোগীদের জন্য অনেক ভাল হবে।
মাদারীপুর ২৫০ বেড হাসপাতালে ১০ বেডের আইসিইউ ইউনিট থাকলেও এখন পর্যন্ত চালু না হওয়ায় জেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের দায়ি করলেন মাদারীপুরে কর্মরত চিকিৎসক ডা. শিবলী শাহরিয়ার মঞ্জু।
তিনি বলেন, “মাদারীপুরে আইসিইউ ব্যবস্থা না থাকার কারণে গুরুতর রোগীদের আমরা চিকিৎসা দিতে সাহস পাই না। কারণ এসকল রোগীদের ক্ষেত্রে যে কোনো সময় আইসিইউ’র প্রয়োজন হতে পারে। তার রোগীর অবস্থা গুরুতর হলেই আমরা ঢাকা, বরিশাল, ফরিদপুর রেফার করি। এতে রোগীরা কষ্ট পায় এমনকি অনেক সময় পথেই মারা যায়। এছাড়াও রোগীর পরিবারের কষ্টের মাত্রা বেড়ে যাওয়াসহ আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়।
দ্রুত লোকবল দিয়ে মাদারীপুর ১০ বেডের আইসিইউ ইউনিটটি চালু করার জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান তিনি।
ঢাকা/বেলাল/টিপু