RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইপিইউ ৩৫ পয়সা

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইপিইউ ৩৫ পয়সা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড হিসাব বছরের প্রথম ৬ মাসে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) করেছে ৩৫ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৩১ পয়সা।

ফান্ডটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  সূত্রে জানা গেছে, গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছে ৭ পয়সা। আগের বছর ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছিল ৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী, ইউনিটপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (কস্ট প্রাইস) হয়েছে ১০ টাকা ৭৩ পয়সা।

৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী ইউনিটপ্রতি প্রকৃত সম্পদমূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে ইউনিটপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (কস্ট প্রাইস) হয়েছে ১০ টাকা ৮৪ পয়সা।

 
রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/সাইফুল/এএন

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়