ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সূচকের উত্থান তবে লেনদেনে ধীরগতি

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৯, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের উত্থান তবে লেনদেনে ধীরগতি

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন চলছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে ধীরগতি রয়েছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়