ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্যাংকের সিইও-এমডি নিয়োগে সার্চ কমিটি

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাংকের সিইও-এমডি নিয়োগে সার্চ কমিটি

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করতে সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামকে আহ্বায়ক করে ৪ সদস্যদের এ কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সরকার মনোনীত রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের একজন চেয়ারম্যান, রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন একজন পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব, যিনি এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়, সার্চ কমিটি প্রতিটি ব্যাংকের জন্য তিনজন উপযুক্ত প্রার্থী বাছাই করে তার একটি তালিকা প্রস্তুত করে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। পরে সরকার অনুমোদিত প্রার্থীকে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণক্রমে  সিইও এবং এমডি পদে নিয়োগ দেবে।


রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/হাসনাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়