ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রণোদনা : ২০০০ কোটি ডলার রেমিট্যান্সের প্রত্যাশা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রণোদনা : ২০০০ কোটি ডলার রেমিট্যান্সের প্রত্যাশা

সচিবালয় প্রতিবেদক : রেমিট্যান্সের বিপরীতে ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। এর ফলে চলতি অর্থবছরে ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি মর্কিন ডলার রেমিট্যান্স আসবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ইতালি, সৌদি আরবসহ কিছু দেশ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের ওপর চার্জ বসিয়েছে। তাই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। ২ শতাংশ প্রণোদনা দেয়ায় তারা আর হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন না। ফলে ব্যাংকিং চ্যানেলে সেটি বেড়ে ২০ বিলিয়ন ডলাব হবে বলে আশা করছি।’

যারা রেমিট্যান্স পাঠান তাদেরকে কীভাবে প্রণোদনা দেয়া হবে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যে ব্যাংকের মাধ্যমে পাঠাবে সে ব্যাংকগুলোই তাদেরকে প্রণোদনার অর্থ দেবে। পরবর্তীতে সরকার ব্যাংগুলোকে সে অর্থ পরিশোধ করবে।’

উল্লেখ্য, কোনো প্রবাসী ১ হাজার ৫০০ ডলার রেমিট্যান্স পাঠালে তাকে কোনো প্রশ্ন না করে পাঠানো অর্থের বিপরীতে ২ শতাংশ আর্থিক সহায়তা দেয়া হবে। কিন্তু কেউ যদি এর বেশি অর্থ পাঠান তাহলে তার কাছে কিছু কাগজপত্র চাওয়া হবে। তবে রেমিট্যান্স পাঠানোর কোনো ঊর্ধ্বসীমা বা আপার লিমিট থাকবে না।

প্রসঙ্গত, গত ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠান।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট/২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়