ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন বেড়েছে তিনগুণ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুলাইয়ে এডিপি বাস্তবায়ন বেড়েছে তিনগুণ

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের জুলাই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন বেড়েছে প্রায় তিনগুণ।

এ সময় বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮৪ শতাংশ। যা গত অর্থবছরের একই সময়ে ছিল দশমিক ৫৭ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরে-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বাস্তবায়ন হয়েছে টাকার অংকে ৩ হাজার ৯৫১ কোটি টাকা যা গত অর্থবছরে একই সময়ে ছিল ১ হাজার ২৭ কোটি টাকা।

মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন আমরা এখন সরাসরি প্রকল্প পরিচালকদের প্রকল্পের বরাদ্দ অর্থ দিয়ে থাকি। আগে মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হতো। এখন সরাসরি প্রকল্প পরিচালকদের টাকা দেওয়ার কারনেই এই বাস্তবায়ন বেশি হয়েছে বলে আমি মনে করছি।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/হাসিবুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়