ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বকেয়া ঋণ পুন:তফসিলের সময়সীমা বাড়ল

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়া ঋণ পুন:তফসিলের সময়সীমা বাড়ল

অর্থনৈতিক প্রতিবেদক : বকেয়া ঋণের ২ শতাংশ টাকা জমা দিয়ে পুন:তফসিলের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ২০ অক্টোবর পর্যন্ত ঋণ পুন:তফসিলের এই সুযোগ গ্রহণ করতে পারবেন গ্রাহক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কর্তৃক চলতি বছরের ২৯ আগস্টের আদেশের আলোকে বিআরপিডি সার্কুলার নং-০৫/২০১৯ এর আওতায় ঋণগ্রহীতা কর্তৃক আবেদনের সময়সীমা ২০ অক্টোবর (২০১৯) পর্যন্ত বৃদ্ধি করা হলো।

তবে, প্রদত্ত আদেশ অনুযায়ী এই সময়ে পুন:তফসিল/এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণগ্রহীতাদের অনুকূলে কোনো নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে না।


রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়