ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাঁচ সূচকে সবার উপরে ইসলামী ব্যাংক

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ সূচকে সবার উপরে ইসলামী ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : দেশে ৫৯টি ব্যাংকের মধ্যে আমানত ও ঋণের হিসাবে এক-চতুর্থাংশই এখন ইসলামিক ব্যাংকগুলোর দখলে।

আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংকিং খাতের পাঁচ সূচকে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক।

এদিকে ইসলাম ধর্মীয় নিয়ম নীতিতে গড়ে ওঠা শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিংয়ের পরিধি ক্রমেই বাড়ছে বলে জানা গেছে।

চলতি বছরের আগস্ট মাস শেষে ইসলামী ব্যাংকের মোট আমানত (ডিপোজিট) সংগ্রহের পরিমাণ ৮৮ হাজার ৯৪৮ কোটি টাকা। ঋণ বিতরণ (বিনিয়োগ) হয়েছে ৮৩ হাজার ৬৩৭ কোটি টাকা। দুই সূচকেই অন্যান্য সকল ব্যাংকের তুলনায় সবার উপরে রয়েছে ব্যাংকটি।

ব্যাংকগুলোর পাঠানো তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে সম্পদের দিক থেকে সবার উপরে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির সম্পদের পরিমাণ ১ লাখ ৫ হাজার ৯৩৬ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। ২০১৮ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ৯৯ হাজার ৭৯৫ কোটি ৯৩ লাখ ৩ হাজার টাকা। ছয় মাসে ব্যাংকটির সম্পদের পরিমাণ বেড়েছে ৬ হাজার ১৪০ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা।

এ ছাড়া রেমিট্যান্স সংগ্রহের দিক থেকে ব্যাংকিং খাতের সবার শীর্ষে রয়েছে ইসালামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একক মাস হিসেবে শুধু আগস্ট মাসেই ২৯ কোটি ৩১ লাখ টাকার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। যা অন্যান্য সকল ব্যাংকের তুলনায় বেশি।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়