ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শরিয়া পরিপালনে সবার আন্তরিকতা জরুরি’

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শরিয়া পরিপালনে সবার আন্তরিকতা জরুরি’

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ‌্যাপক মো. নাজমুল হাসান বলেছেন, ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালনের ক্ষেত্রে গ্রাহক ও ব্যাংকার সবার আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকটির ঢাকা সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন’ শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ এসব কথা বলেন তিনি।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইসলামী ব্যাংকিংয়ে সফলতার জন্য আমাদের প্রতিটি লেনদেনেই শরিয়া পরিপালনে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে।

সভাপতির বক্তব্যে ব‌্যাংকের ব‌্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই শরিয়া পরিপালন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। শরিয়া নীতিমালা সুরক্ষার জন্য ইসলামী ব্যাংক সব সময় সতর্কতার সাথে কাজ করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ সাইফুল্লাহ, উপ-ব‌্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা, আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৯/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়