ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন-বণিক বার্তা বিশ্বকাপ কুইজের ড্র

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-বণিক বার্তা বিশ্বকাপ কুইজের ড্র

ওয়ালটন-বণিক বার্তা বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের এই কুইজে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ২৬ জন সৌভাগ্যবান। প্রথম ও দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যথাক্রমে সন্দীপ কুমার (ঢাকা) ও সুমী খাতুন (মিরপুর)।

বণিক বার্তা কার্যালয়ে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। ওয়ালটনের পক্ষ থেকে ছিলেন নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) হুমায়ুন কবির, আরজু হোসেন ও বণিক বার্তার কর্মকর্তারা। মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়ার দিন-ক্ষণ পরে জানিয়ে দেয়া হবে।

প্রথম পর্ব

প্রথম পুরস্কার বিজয়ী- সন্দীপ কুমার, পিতা- সনাতন দাশ, ঢাকা।

দ্বিতীয় পুরস্কার বিজয়ী- আরমান, পিতা- মো. আলম, খিলক্ষেত, ঢাকা।

তৃতীয় পুরস্কার বিজয়ীর- মোস্তাকীম, পিতা-এছাক, ফেনী। 

চতুর্থ পুরস্কার বিজয়ীরা- ইসরাত, পিতা- দেলোয়ার, নারায়নগঞ্জ; মুক্তা আক্তার, পিতা- মো. বিল্লাহ মগবাজার, ঢাকা; তন্ময় দাস, পিতা- গোপাল চন্দ্র দাস, ঢাকা; অমিও আরেং, পিতা- দিপ্তিমান দাংগ, ফার্মগেট, ঢাকা; সুয়েল রেমা, পিতা- পরেশ খকশি, মিরপুর, ঢাকা।

পঞ্চম পুরস্কার বিজয়ীরা- নুরুল ইসলাম, পিতা- গোলাম মাওলা, লালমোহন, ভোলা;  মোসাদ্দেরুল ইসলাম, পিতা- কেফাজ উদ্দীন, দিনাজপুর; মজু মিয়া, পিতা- মকু মিয়া, ফেনী; তানিয়া, পিতা- কালাম, রামগঞ্জ; আরিফুল হুদা, পিতা- মৃত মো. সামশুল হুদা, চট্টগ্রাম।

দ্বিতীয় পর্ব

প্রথম পুরস্কার বিজয়ী- সুমি বেগম, মিরপুর।

দ্বিতীয় পুরস্কার বিজয়ী- মমতাজ উদ্দীন, আলী আহমেদ, উত্তরা, ঢাকা।

তৃতীয় পুরস্কার বিজয়ী- মিঠুন মান্দা, পিতা, ক্লেমান দারিং, চট্টগ্রাম।

চতুর্থ পুরস্কার বিজয়ীরা- জান্নাত, পিতা-হারুন, গাজীপুর; রওশনারা, পিতা- আব্দুল মোতালেব, গাজীপুর; ভক্তি চিসিম, পিতা- ব্রত হাজং, চট্টগ্রাম; রীতু, পিতা- মৃত আসাদুর রহমান, মুগদা, ঢাকা; হারুন, পিতা- মকবুল, কুড়িগ্রাম।

পঞ্চম পুরস্কার বিজয়ীরা- শরমিলা, পিতা- মিলন মিয়া, ধর্মগঞ্জ; আনাস, পিতা- নাঈম, সিএম কোর্ট; নয়ন, পিতা- মিলন, ফতুল্লা, ঢাকা; নাদিম, পিতা, মোহাম্মদ আলী, ইসলামপুর, ঢাকা; জনি, পিতা- হারুন, পাগলা, নারায়নগঞ্জ।


ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়