ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঋণপত্র ইস্যু করা ও এলসির ক্ষেত্রে নতুন নির্দেশনা

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঋণপত্র ইস্যু করা ও এলসির ক্ষেত্রে নতুন নির্দেশনা

এখন থেকে ঋণপত্র ইস্যু করা ও এলসির ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় লেনেদেন নিয়োজিত দেশের সকল অনুমোদিত ডিলারদের কাছে এ সংক্রান্ত একাটি প্রজ্ঞাপন জারি করে।

ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক (কমিশনার) সৈয়দ মুসফিকুর রহমানের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে, ১৩ ডিজিট বা সংখ্যার নিবন্ধন ছাড়া অনলাইনে মাসিক রিটার্ন দাখিল করা সম্ভব নয়।

এদিকে ১৩ সংখ্যার নিবন্ধন নেওয়ার সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের পর কোনও বাণিজ্যিক ব্যাংক পুরনো নিবন্ধনের বিপরীতে এলসি খুলতে পারবে না।

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, গত ১ জুলাই থেকে মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হয়েছে। এটির ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক হওয়ায় এর আওতায় ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর তথ্যভাণ্ডার হালনাগাদ করা দরকার। এ লক্ষ্যে সব করদাতাকে পুরনো ১১ অথবা ৯ সংখ্যার মূসক নিবন্ধনের পরিবর্তে ১৩ সংখ্যার নিবন্ধন নিতে হবে। নতুন এই নিবন্ধন নেওয়ার জন্য গত ১৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।


ঢাকা/নাসির/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়