ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে।

সোমবার বাজার বিশ্লেষণ করে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক আট পয়েন্ট কমে এক হাজার ৭৪ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২৬ পয়েন্টে।

টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬৯ কোটি তিন লাখ টাকার।

আজ মোট ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।


ঢাকা/নাসির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়