ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫২১ সেরা করদাতা নির্বাচিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ৫২১ সেরা করদাতা নির্বাচিত

কর প্রদানে উৎসাহিত করতে এবারও সারা দেশে ৫২১ জনকে সেরা করদাতা নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে ৩৭৪ জন ২০১৮-১৯ করবছরে সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ১৪৭ জন দীর্ঘসময় আয়কর প্রদানকারী।

সরকার ঘোষিত জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮ এর বিধান অনুযায়ী তাদের নাম প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব এস এম আব্দুল কাদেরের সই করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

১১ সিটি করপোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী, সর্বোচ্চ, নারী ও তরুণ ক্যাটাগরিতে মোট ৫২১ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

এনবিআরের একটি সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, ইটিআইএন নম্বর, কর অঞ্চল ও তাদের ঠিকানাসহ বর্ণনা দেয়া রয়েছে।

সেরা করদাতাদের নাম জানতে


ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়