ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মানিলন্ডারিং প্রতিরোধ করতে হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিলন্ডারিং প্রতিরোধ করতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানিলন্ডারিং প্রতিরোধ করতে হবে। এটা দেশের শত্রু।

রোববার রাজধানীর একটি হোটেলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সেমিনার তিনি এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘মানিলন্ডারিংয়ের মাধ্যমে একদিকে যেমন অর্থনীতির ধ্বংস হয়, অন্যদিকে এটি মানবতার হুমকি স্বরূপ। কারণ মানিলন্ডারিংয়ের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। এর থেকে দেশকে মুক্ত করতে হবে।’

‘এটা কোনো একক দেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। কোনো একক দেশ এই সমস্যার সমাধান করতে পারবে না। তাই সবাইকে সম্মিলিতভাবে এই সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে,’ বলেন অর্থমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘উন্নত প্রযুক্তির কারণে এই সমস্যা আরো দূরহ হয়ে উঠছে। তাই মানিলন্ডারিং সমস্যা মোকাবিলা করতে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়