ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ ১০ দেশ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেঁয়াজ রপ্তানি আয়ে শীর্ষ ১০ দেশ

নেদারল্যান্ডস

পেঁয়াজ রপ্তানি করে নেদারল্যান্ডস গত বছর ৬৭ কোটি ৬১ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৯ দশমিক এক শতাংশ রপ্তানি করে নেদারল্যান্ডস৷

চীন

পেঁয়াজ রপ্তানি করে ২০১৮ সালে ৫০ কোটি ৯৫ লাখ ইউএস ডলার আয় করেছে৷ বিশ্বের রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১৪ দশমিক চার শতাংশ রপ্তানি করে চীন৷

মেক্সিকো

বিশ্বে রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক এক শতাংশ রপ্তানি করে মেক্সিকো৷ এই দেশটি গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ৮৩ লাখ ইউএস ডলার আয় করেছে৷

ভারত

বাংলাদেশের অন্যতম পেঁয়াজের বাজার ভারত গতবার পেঁয়াজ রপ্তানি করে ৪২ কোটি ১২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ১১ দশমিক নয় শতাংশ রপ্তানি করে দেশটি৷

যুক্তরাষ্ট্র

পেঁয়াজ রপ্তানি করে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ২৩ কোটি ১৭ লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার যত পেঁয়াজ রপ্তানি হয়েছে তারমধ্যে ৬ দশমিক ৫ শতাংশ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে৷

স্পেন

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গত বছর ১৭ কোটি ৪২ লাখ ইউএস ডলার আয় করেছে৷ পেঁয়াজ রপ্তানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান ষষ্ঠ স্থানে৷

ইরান

গত বছর পেঁয়াজ রপ্তানি করে ১২ কোটি ৪৮ লাখ ইউএস ডলার আয় করে সপ্তম অবস্থানে রয়েছে ইরান৷

মিশর

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার ১১ কোটি আট লাখ ইউএস ডলার আয় করেছে৷ বাংলাদেশ প্রায় সময়ই এই দেশ থেকে পেঁয়াজ আমদানি করে৷

পোল্যান্ড

পেঁয়াজ রপ্তানি করে দেশটি গতবার আট কোটি ২৬ লাখ ইউএস ডলার আয় করেছে৷ ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পেঁয়াজ রপ্তানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম৷

ফ্রান্স

ইউরোপের এই দেশটি পেঁয়াজ রপ্তানি করে গতবার আট কোটি ছয় লাখ ইউএস ডলার আয় করেছে৷ গতবার রপ্তানি হওয়া মোট পেঁয়াজের ২ দশমিক ৩ শতাংশ রপ্তানি করে দেশটি৷

তথ‌্যসূত্র: ডয়চে ভেলে

 

ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়