RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০২ জমাদিউস সানি ১৪৪২

সূচকের সামান্য উত্থানে শেষ লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের সামান্য উত্থানে শেষ লেনদেন

মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর লেনদেন।

মঙ্গলবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৭২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক নয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬১ পয়েন্টে।

ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৮৩ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ২৮ কোটি ৭৮ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪০৯ কোটি ৬১ লাখ টাকা।


ঢাকা/নাসির/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়