RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২০ ||  আশ্বিন ১৬ ১৪২৭ ||  ১৩ সফর ১৪৪২

প্রাইম ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাইম ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স

প্রাইম ব্যাংক সম্প্রতি জয়পুরহাটে বাংলাদেশ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯ এর আয়োজন করে।

‘ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সে ১৯ টি বাণিজ্যিক ব্যাংক ও ১৯ টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশ নেন।

এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রা শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক রাশিদা বেগম ও প্রাইম ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হকসহ অন্যান্য ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা/সুমন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়