ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘এমইএস’র নির্মাণ সামগ্রী প্রদর্শনীতে ওয়ালটন

এম মাহফুজুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এমইএস’র নির্মাণ সামগ্রী প্রদর্শনীতে ওয়ালটন

রাজধানীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস) এর তত্ত্বাবধানে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘নির্মাণ সামগ্রী প্রদর্শনী’।

এতে দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনসহ বিভিন্ন নির্মাতা কোম্পানির ১২টি স্টল স্থান পেয়েছে।

প্রদর্শনীতে ওয়ালটনের এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, কম্প্রেসর, লিফট, সুইচ সকেট, এলইডি লাইট, এলইডি টিভি, ফ্যান, গিজারসহ অসংখ্য পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শকরা।

সোমবার দুপুরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল শায়খুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এহতেশামুল হক (ডিরেক্টর, ওয়ার্কস), ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস (আর্মি), ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান (নেভি) এবং ডিডব্লিউ অ্যান্ড সিই (এয়ার) এসই জহিরুল ইসলামসহ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উদ্বোধনের পর তারা ওয়ালটনের স্টলে এসে বাংলাদেশে তৈরি বিভিন্ন পণ্য দেখেন। এ সময় ওয়ালটনের বিভিন্ন পণ্য সম্পর্কে তাদের ধারণা দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও সিরাজুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর ওয়াহেদ আহমেদ সাদী, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর রায়হান চৌধুরী ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ তোফাজ্জল হোসেন সোহেলসহ অন্য কর্মকর্তারা।

এমইএস কনভেনশন হলে আয়োজিত এ প্রদর্শনী চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

প্রদর্শনী উদ্বোধন করে মেজর জেনারেল শায়খুজ্জামান বলেন, আমাদের প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরে নানা রকম নির্মাণ সামগ্রী, হোম আ্যপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স পণ্য কেনার প্রয়োজন হয়। কোন কোম্পানি কী ধরনের পণ্য তৈরি করছে সেগুলোর সঙ্গে পরিচিত হওয়াই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। ক্রয়ের তালিকায় দেশে তৈরি পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর থাকে। দেশে তৈরি পণ্যের প্রতি সব সময় গুরুত্ব দিই আমরা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, সেনাবাহিনীর দাপ্তরিক প্রয়োজনে অনেক পণ্য কিনতে হয়। আমরা আশা করি, দেশীয় পণ্য নির্মাতাদের উৎসাহ দেবেন তারা। ওয়ালটনের পণ্য কিনে আমাদের সার্বিক বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে দেশপ্রেমিক সেনাবাহিনী।

সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিভিন্ন পণ্য প্রদর্শনীতে দেখানো হচ্ছে। সেনাবাহিনী কর্তৃপক্ষ এই প্রদর্শনীর মাধ্যমে ওয়ালটনের পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।


ঢাকা/এম মাহফুজুর রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়