ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শীতের সবজির দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীতের সবজির দাম কমেছে

কয়েক মাস ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছিল। কোনোভাবেই সাধারণ ক্রেতাদের হাতের নাগালে ছিল না সবজিসহ অন‌্যান্য পণ‌্যের দাম। তবে খুশির খবর হচ্ছে, শীতের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা করে কমেছে।  

বৃহস্পতিবার রাজধানীর নিউমার্কেট ও জিগাতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ শীতকালীন সবজির দাম কমেছে। তবে বিভিন্ন জাতের চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। পেঁয়াজের দাম অপরিবর্তিত আছে৷

কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, নতুন আলু ৪০ টাকা, বরবটি ৭০, ধনিয়া পাতা ৮০, চিচিঙ্গা ৬০, মুলা ৩০-৪০, গাজর ৪০-৫০, করলা ৫০-৬০, ঢেঁড়স ৫০-৬০, শিম ৪০, পটল ৫০, টমেটো ৮০-১০০, কাঁচা মরিচ ৬০, পেঁপে ৩০, শসা ৬০, বেগুন ৫০, ঝিঙা ৭০, প্রতি আঁটি মুলা শাক ১০, লাল শাক ১০, পুঁই শাক ২০ টাকা, লাউ শাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জিগাতলা বাজারের সবজি বিক্রেতা আবদুল্লাহ বলেন, দুই-তিন দিনে ধরে সবজির দাম কিছুটা কমেছে। পাইকারি বাজারে সবকিছুর দাম কম হওয়ায় আমরা খুচরা বাজারে দাম কিছুটা কম রাখতে পারছি।

প্রতি কেজি নতুন পেঁয়াজ ১০০ টাকা, দেশি পেঁয়াজ ২৫০ টাকা, মিশরের পেঁয়াজ ১৪০, তুরস্কের পেঁয়াজ ১২০ টাকা এবং বার্মার পেঁয়াজ ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়