RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

তলানিতে নেমেছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তলানিতে নেমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি ডিএসইতে তলানিতে নেমেছে লেনদেন।

বুধবার ডিএসইতে ২৫৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৭ কোটি ১৭ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৮১ কোটি ৫৬ লাখ টাকা।

এদিকে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৮ পয়েন্টে।

ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।


ঢাকা/নাসির/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়