ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করবে বিডা ও বিএমবিএ

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করবে বিডা ও বিএমবিএ

বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য একসাথে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ‌্যাসোসিয়েশন (বিএমবিএ)।

সোমবার আগারগাঁও বিডার নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠান দুটোর কর্মকর্তাদের মধ্যকার এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বিডার নির্বাহী কমিটির সদস্যদের সাথে নবনির্বাচিত বিএমবিএর নির্বাহী কমিটির সদস্যরা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, ২১ ডিসেম্বর বিএমবিএ-এর নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। অ‌্যাসোসিয়েশনটির ২০২০-২১ সালের মেয়াদে নির্বাচনে সভাপতি হন ইবিএল ইনভেস্টমেন্টের পরিচালক ও ইবিএল সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. ছায়েদুর রহমান এবং সাধারণ সম্পাদক হন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন। সহ সভাপতি হন, সোহেল রহমান এবং মনিরুজ্জামান।

এদিকে, বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে গঠিত একটি সরকারি সংস্থা হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর এটি গঠন করা হয়। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করে এই সংস্থা গঠিত হয়।



ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়