ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে মেধাবী-গরিব শিক্ষার্থীদের মধ‌্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার আগারগাঁওয়ের এলজিইডি ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান আজম জে চৌধুরী।

প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ‘শিক্ষা সহায়তা কর্মসূচি’ এর আওতায় ২০০৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ বা বিশ্ববিদ্যালয়) স্নাতক পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।

এ বছর শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা প্রতি মাসে দুই হাজার ৬০০ টাকা করে বৃত্তি পাবেন বলে নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকতা ডা. ইকবাল আনোয়ার।

এসময় ব্যাংকের পরিচালকবৃন্দসহ প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়