ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেলার শেষ দিনে চলছে কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেলার শেষ দিনে চলছে কেনাকাটা

রাজধানীর শেরে বাংলা নগরে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ দিন। তাই শেষ সময়ে চলছে কেনাকাটা।

খাবারের দোকান, কাপড়, আসবাবপত্র, কসমেটিকস সব ধরনের দোকানেই চলছে কেনাকাটার ধুম।

বৃহস্পতিবার ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, সকাল থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে।

মেলায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলে দেখা গেছে, বেশির ভাগই এসেছেন দ্বিতীয়বারের মতো।

আজিমপুর থেকে আসা হান্নান হোসেন জানান, এর আগেও একবার মেলায় এসেছিলাম। তখন বেশ কিছু পণ্য দেখে গিয়েছিলাম। শেষ সময়ে পণ্যে বেশি ছাড় পাওয়া যায় তাই শেষ সময়ে এসেছি।

মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরির পাশাপাশি সব ধরনের দোকানেই রয়েছে মোটামুটি ভিড়। দোকানিরা বলছেন, সন্ধ্যার আগে আগে বিক্রি আরো বাড়বে।

বাণিজ্য মেলায় আসা আরেক ক্রেতা জুবায়ের হোসেন বলেন, মেলা শেষ হয়ে যাচ্ছে বলেই আসছি। প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। আরো কিছু বাকি আছে, সেগুলোও কিনব।

মেলার স্টলগুলোতে তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করছেন। কেউ কেউ আগের তুলনায় বেশি ছাড় দিচ্ছেন। মেলার শুরুর সময়ের তুলনায় শেষ সময়ে পণ্যে ছাড়ের পরিমাণ বেড়েছে দ্বিগুনের বেশি। কেউ দিচ্ছে একটি কিনলে আরেকটি পণ্য ফ্রি।

শেষ সময়ে যার যার সাধ্য মতো সবাই কম দামে মন মতো পণ্য ক্রয় করছেন।

গত ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছরের মেলায় মোট ৪৯০টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির সাধারণ প্যাভিলিয়ন ১১টি, সাধারণ মিনি প্যাভিলিয়ন ৫৭টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬৪টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৪০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৫টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৭টি, রেস্টুরেন্ট ২টি, ফুড স্টল ৩৫টি, ব্যাংক বুথ ৭টি, সাধারণ স্টল ১২৩টি, প্রিমিয়ার স্টল ৮৪টি, বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়ার প্যাভিলিয়ন ১৭টিসহ মেলা প্রাঙ্গণে ৩টি রক্তদান কেন্দ্র, ২টি মা ও শিশু পরিচর্যা কেন্দ্র এবং ১টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে।


ঢাকা/হাসিবুল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়