RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১১ জমাদিউস সানি ১৪৪২

ফাগুনের রঙে রঙিন ওয়ালটন

একরাম হোসেন পলাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাগুনের রঙে রঙিন ওয়ালটন

কেউ শাড়ি পরেছেন। কারো খোঁপায় হলুদ গাঁদার মালা। মাঘের শেষ দিনে এমন সাজেই সেজেছিলেন ওয়ালটন পরিবারের সদস‌্যরা।

প্রতি বছরের মতো এবারও জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত মেলা ও পিঠা উৎসবের মধ্য দিয়ে বসন্ত উৎসবের আমেজে মেতে উঠে পুরো ওয়ালটন পরিবার।

পয়লা ফাগুন শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই কর্মীদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর হয়ে ওঠে ওয়ালটন প্রাঙ্গণ।

কর্মীদের সঙ্গে বসন্ত উৎসবের আমেজ উপভোগ করেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, তানভীর রহমান, আরিফুল আম্বিয়া, গোলাম মুর্শেদ, আমিন খানসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

বসন্ত বরণ উৎসবের সার্বিক সঞ্চালনায় ছিলেন এস এম জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল ইসলাম সরকার।

পরে কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে পিঠা উৎসবের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। 

 

ঢাকা/পলাশ/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়