ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে ব্যাংকের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন হয়েছে।

সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে দি প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলন হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল অ্যাসোসিয়েশন অব এন্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (এএসিওবিবি)।

বাংলাদেশ ব্যংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। বিএফআইইউর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন। বিএফআইইউর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএফআইইউর অপারেশনাল হেড জাকির হোসেন চৌধুরী এবং এএসিওবিবির সভাপতি সুধীর চন্দ্র দাস ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ(এবিবি)’র চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর আলী রেজা ইফতেখার।

সম্মেলনে বিএফআইইউ, দুর্নীতি দমন কমিশন, বাণিজ্যিক ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।


ঢাকা/সুমন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়