ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজার

দেশে করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে সরকার আগামী ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডিং, সেটেলমেন্ট কার্ক্রমসহ সকল দাফতরিক কাজ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানা গেছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার জন্য এ নোটিশ দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ডিএসই’র পরিচালনা পর্ষদ আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে করোনা প্রতিরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সঙ্গে মিল রেখে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।


ঢাকা/এনটি/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়