ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোরে মাস্ক ও খাবার দিলেন ওয়ালটন প্লাজার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৮, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে মাস্ক ও খাবার দিলেন ওয়ালটন প্লাজার কর্মীরা

যশোরে মাস্ক ও খাবার বিতরণ করেছেন ওয়ালটন প্লাজার কর্মীরা।

বুধবার (২৫ মার্চ) যশোরের ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায়ের হাতে প্রায় ৬০০ মাস্ক তুলে দেন ওয়ালটনের কর্মীবৃন্দ।

এ সময় ওয়ালটনের ওয়ালটনের গাড়িখানা প্লাজার ব্যবস্থাপক মো. এনায়েত হোসেন, আর এন রোড শাখার ব্যাবস্থাপক শফিকুল ইসলাম, পালবাড়ি ও নিউমার্কেট প্লাজার ব্যবস্থাপক এবং ওই হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে যশোরের দুটি পতিতাপল্লি লকডাউন করা হয়েছে। পতিতাপল্লির বাসিন্দারা খাবার সংকটে আছেন। বুধবার দুপুরে ২০ ব্যাগ চাল-ডাল পতিতাপল্লির বাসিন্দাদের হাতে তুলে দেন ওয়ালটনের কর্মীরা। এছাড়া, শহরের বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন তারা।
 

যশোর/রিটন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়