ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রুপির বিপরীতে শক্তিশালী টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুপির বিপরীতে শক্তিশালী টাকা

মহামারি (কোভিড-১৯) করোনাভাইরাসের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে।  যে কারণে প্রতিবেশী দেশ ভারতের মুদ্রা রুপির রেকর্ড মূল্যপতন হয়েছে।  আর তাতে হিসেব কষলে ভারতীয় রুপির বিপরীতে বেড়েছে টাকার মান।

চলতি সপ্তাহের শুরু থেকেই রুপির নিম্নমুখী ধারা অব‌্যাহত থাকে।  যাতে মুদ্রাটির রেকর্ড পতন হয়।  সবশেষ ১০০ রুপির বিপরীতে টাকার মান দাঁড়িয়েছে ১১০ টাকা।  সংশ্লিষ্টরা বলছেন, আগে কোনো সময় এতো কমে রুপি পাওয়া যায়নি।

ইন্টারনেট মানি এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) এক মার্কিন ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার মূল্য এসে দাঁড়ায় ৭৫ দশমিক ৮৫ রুপি।  যেখানে মঙ্গলবার (২৪ মার্চ) এটি এক পর্যায়ে প্রতি ডলার ৭৭ দশমিক ৩৩ রুপিতে নেমেছিল।

অন্যদিকে বুধবার (২৫ মার্চ) ১১০ টাকায় ১০০ রুপি পাওয়া গেছে।  অন্যদিকে ১০০ রুপিতে  মিলেছে ৯০ টাকা।  আর ২৬ মার্চ প্রতি রুপির মান দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। এর আগে ২০১৮ সালের অক্টোবরে রুপিতে মান ১ টাকা ১৩ পয়সায় নেমেছিল।

রুপির বিপরীতে টাকা শক্তিশালী হলে পণ্য আমদানি-রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না।  ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন তারা লাভবান হবেন। কারণ রুপি ক্রয় করতে আগের চেয়ে টাকা কম লাগবে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের কারণে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ ‘অবরুদ্ধ’ হয়ে পড়েছে। বৈশ্বিকভাবে ভ্রমণে বিধিনিষেধ আরোপ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।  যার প্রভাবে ডলার ও টাকার বিপরীতে রুপির মান অবমূল্যায়ন হয়েছে।

এ বিষয়ে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. এ. বি. মির্জ্জা মো. আজিজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, করোনাভাইরাসের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে, এটাই স্বাভাবিক।  আমাদের লেনদেন হয় মূলত ডলার হিসাবে।  ভারতীয় মূদ্রার পতনে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।  ভারতে আমাদের গার্মেন্টস পণ্য খুব বেশি রপ্তানি হয় না।  তবে আমদানিতে কিছুটা সুফল পাওয়ার সুযোগ থাকবে।

এ‌দি‌কে প্র‌তি মার্কিন ডলারের ‌বিপরীতে টাকার মান দাঁ‌ড়ি‌য়ে‌ছে ৮৪ টাকা ০৮ পয়সা। ত‌বে বাংলা‌দেশ ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকের কাছে ৮৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করছে। আর সাধারণ মানুষ যারা ভ্রমণ করতে বিদেশ যাচ্ছেন, তাদের প্রায় ৮৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়