ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাস্ক-পিপিই চালু রাখতে সহযোগিতা করবে বিজিএমইএ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাস্ক-পিপিই চালু রাখতে সহযোগিতা করবে বিজিএমইএ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকা‌বিলায় যেসব কারখানা মাস্ক, চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ডওয়াস, ওষুধ এবং আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল—এমন রপ্তানিমুখী এমন শিল্প প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আপত্তি নেই তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)।

তবে কারখানার মালিকদের শ্রমিকদের প্রয়োজনীয় সুস্বাস্থ্য, নিরাপওা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।  তাহলে বিজিএমইএ সব ধরনের সহযোগিতা কর‌ার আশ্বাস দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।  কারখানা বন্ধ বা খোলা রাখার বিষয়ে বিজিএমইএ এমন অবস্থান তুলে ধরে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব রপ্তানিমুখি শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল রয়েছে এবং করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন পিপিই, মাস্ক, হ্যান্ডওয়াস, ওষুধপত্র উৎপাদনের কাযর্ক্রম চলমান রয়েছে, সেসব কলকারখানার মালিকদেরকে শ্রমিকদের প্রয়োজনীয় সুস্বাস্থ্য, নিরাপত্তা  ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে প্রয়োজনবোধে কলকারখানা চালু রাখতে পারবেন।  এ বিষয়ে বিজিএমইএ সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

একই সঙ্গে এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কতৃর্ক ইস্যুকৃত নির্দেশনার প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করেছে বিজিএমইএ।


এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়