ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিকস

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির প্রধান্য লক্ষ্য করা গেছে।  লেদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টি ‘এ’ ক্যাটাগরি। বাকি একটি কোম্পানি ‘বি’ ক্যাটাগরির।

লেনদেনের শীর্ষে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকস, লিন্ডে বাংলোদেশ, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, রেনেটা, লাফার্জহোলসিম বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, অ্যাপেক্স ফুটওয়্যার ও সাউথইস্ট ব্যাংক।  আর ‘বি’ ক্যাটাগরির কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস। গত সপ্তাহে কোম্পানিটির ৩১ লাখ ৪০ হাজার ১৮৯টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ৪২ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.৮৩ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিন্ডে বাংলোদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ লাখ ৭৯ হাজার ৫১৩টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ২১ কোটি  ৮৩ লাখ ৮০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২.৪৬ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির  ৯  লাখ ৭০  হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১৬ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৮৯ শতাংশ।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির  ৩৬ লাখ ৪ হাজার ৮৮৫টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১৫ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৭৩ শতাংশ।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে রেনেটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ লাখ ৪৪ হাজার ৪০৫টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১৪ কোটি ৮১ লাখ ৮৮ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৬৭ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৯ লাখ ৩৬ হাজার ৮৩৮টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১৪ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৬০ শতাংশ।

তালিকার সপ্তম স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৮১২টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১৪ কোটি ১ লাখ ৬ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৫৮ শতাংশ।

তালিকার অষ্টম স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬  লাখ ১৩  হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৫২ শতাংশ।

তালিকার নবম স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক।  সপ্তাহজুড়ে কোম্পানিটির  ১ কোটি ৫ লাখ ৭৭  হাজার ১১৪টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১১ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৩৫ শতাংশ।

তালিকার দশম স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ লাখ ৩৯ হাজার ২২৫টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার মূল্য ১০ কোটি ৯১ লাখ ২১ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.২৩ শতাংশ।

 

এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়