ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ফসল উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ফসল উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে’

ফাইল ফটো

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন বৃদ্ধি এবং তা অব্যাহত রাখার জন্য সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক ভিডিও বার্তায় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে চলমান বোরো মৌসুমের অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন- সার, বীজ, বালাইনাশক, সেচযন্ত্রসহ সব কৃষিযন্ত্র, জ্বালানি, কৃষিজাত পণ্যের পরিবহন এবং ক্রয়-বিক্রয় অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে।  এছাড়াও এ ছুটির সময় কৃষি কার্যক্রম সক্রিয় রাখতে কর্মকর্তাদের তাদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য উৎপাদন আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি, মাঠের ফসল সঠিকভাবে ঘরে তোলার কার্যক্রমও গ্রহণ করেছে। করোনাভাইরাসের কারণে বোরো ধান কাটার শ্রমিকের অভাব থাকায় হাওর এলাকায় হারভেস্টারসহ কৃষি যন্ত্রপাতির নিশ্চিত করা ও জরুরিভিত্তিতে দ্রুত ধান কাটার ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়