ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মার্জিন ঋণের সুদ ৬ মাস স্থগিত রাখার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্জিন ঋণের সুদ ৬ মাস স্থগিত রাখার আহ্বান

দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে মার্জিন ঋণের সুদ ৬ মাসের জন্য স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মো. রকিবুর রহমান।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যেসব বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছেন, তাদের ঋণের বিপরীতে সুদ আগামী ৬ মাস স্থগিত রাখার আহ্বান করছি। আপনি (অর্থমন্ত্রী) একজন শেয়ার বাজারবান্ধব ব্যক্তি। আশা করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোকে যেভাবে প্রণোদনা ও গুরুত্ব দিয়েছেন মার্জিন ঋণের সুদের বিষয়েও একইরকম গুরুত্ব দেবেন।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়