ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রণোদনা বস্তবায়নে দ্রুত পদক্ষেপ চায় ওয়েন্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রণোদনা বস্তবায়নে দ্রুত পদক্ষেপ চায় ওয়েন্ড

করোনার কারণে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা ও জনমানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে উইমেন এন্ট্রাপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড)।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

ওয়েন্ডের প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন বলেছেন, ‘সরকারের সম্পদের অপর্যাপ্ততা এবং রাজস্ব আহরণের লক্ষ্য অর্জন অসম্ভব জেনেও শুধু সাধারণ মানুষসহ ক্ষুদ্র উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর দীপ্ত প্রত্যয়ের বিশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এই প্যাকেজ ঘোষণার সময় যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তার প্রতি সাড়া দিয়ে ওয়েন্ডের প্রতিটি সদস্য এই মর্মে ঘোষণা দিতে চায় যে, প্রতিটি আর্থিক সুবিধা পুরোপুরি সদ্ব্যবহার করা হবে এবং দেশের এই ক্রান্তিকালে সফলতার সাথে মোকাবিলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও তার সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করে যাবে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা দিক নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট থাকব।’


ঢাকা/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়