ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অগ্রণী ব্যাংকের প্রধান শাখা লকডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্রণী ব্যাংকের প্রধান শাখা লকডাউন

এক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রাজধানী মতিঝিলে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান (প্রিন্সিপাল) শাখা লকডাউন করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল উল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তার জ্বর ছিল।  পরীক্ষা করার পর ফল কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি লকডাউন করে দেওয়া হয়েছে। যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেন বিভাগে কর্মরত ছিলেন।  তার সঙ্গে ওই সময়ে ব্যাংকে ছিলেন ৬২ জন। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন শাখাটি লকডাউন থাকবে।

তবে প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখায় স্থানান্তর করে কার্যক্রম চালানো হবে বলেও জানান এমডি মোহম্মদ শামসুল উল ইসলাম।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়