ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাঁচাবাজারে ওয়ানওয়ে রাস্তা মানছেন না অনেক ক্রেতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁচাবাজারে ওয়ানওয়ে রাস্তা মানছেন না অনেক ক্রেতা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ রাজধানীর কাঁচাবাজারগুলোতে একমুখী রাস্তা চালুর পরামর্শ দিলেও তা অনেকেই মানছেন না।

বাজারে ঢোকার গেটে প্রবেশ ও বাহির লেখা থাকলেও তা অনেক ক্রেতারাই মেনে চলছেন না এমনটাই দেখা গেছে অধিকাংশ কাঁচাবাজার ঘুরে।

শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

এই সকল বাজারে গিয়ে দেখা যায়, বাজারে ঢোকার শুরুতেই সাদা কাগজে ‘প্রবেশ' ও ‌‘বাহির' লিখে বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয়েছে। আবার কয়েকটি বাজারে দেখা গেছে ঢোকার সিঁড়িতে বাঁশ দিয়ে দুই পাশে আলাদা করে দেওয়া হয়েছে যাতে করে সাধারণ জনগণ সহজেই বুঝতে পারে প্রবেশ ও বাহিরের পথ কোনটা। ক্রেতারা প্রবেশ ও বাহিরের নিয়ম শুধুমাত্র ঢোকা এবং বাহিরের সময়ই মানছেন কিন্তু বাজারের ভিতরে গিয়ে তা আর মানছেন না। যে যেভাবে পারছেন সেভাবেই গা ঘেঁষে বাজার করছেন।

জিগাতলা বাজার সংশ্লিষ্ট মোহাম্মদ হামিদ মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশের নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল থেকে বাজারে প্রবেশ ও বাহির হওয়ার জন্য আলাদা ওয়ানওয়ের ব্যবস্থা করেছি। একজন সিকিউরিটি ম্যানও বসিয়েছি যেন সবাইকে তিনি এই নিয়ম মানার বিষয়ে সাহায্য করতে পারেন।'

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আমরা সবাই এই মুহূর্তে আতঙ্কে আছি। বিশেষ করে রাজধানীতে করোনার প্রভাব বেশি তাই আমরা খুব সতর্ক থাকতে চাই। বিশেষ করে যারা বাজার করতে আসছেন তাদেরকে নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।'

নিরাপত্তা কর্মী ফারুখ হোসেন বলেন, ‘বাজারে ঢোকা এবং বাহিরের জন্য আলাদা আলাদা রাস্তা ব্যবহার করতে হলা হয়েছে। যারা বাজার করতে আসছেন তাদের মধ্যে অনেকেই এই নিয়ম মানছেন, আবার অনেকেই মানছেন না। তাই তাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে যে করোনাভাইরাসের কারণেই এই নিয়ম করা হয়েছে। তবে প্রবেশের সময় কিছু কিছু লোক এই নিয়ম মানলেও বাজারের মধ্যে গিয়ে এই ওয়ানওয়ের নিয়ম কেউ মানছেন না। তারা ভিতরে গিয়ে একে অন্যের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করছেন। কেউই সামাজিক দূরত্ব বজায় রাখছেন না।'

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের পরামর্শ অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী কাঁচাবাজারগুলোতে এই প্রথম একমুখী রাস্তা চালু করা হলো। পর্যায়ক্রমে সারাদেশে এই ব্যবস্থাপনা চালু করা হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা।

এই ব্যবস্থাপনার মাধ্যমে কাঁচাবাজারগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দূরত্ব বজায় রেখে এক রাস্তায় বাজারে প্রবেশ এবং কেনাকাটা শেষে নির্ধারিত রাস্তায় বেরিয়ে গেলে সামাজিক দূরত্বের বিষয়টি অনেকটাই নিশ্চিত করা যাবে।

 

ঢাকা/ হাসিবুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়