ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০৮৮ কারখানায় এখনো মার্চের বেতন হয়নি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০৮৮ কারখানায় এখনো মার্চের বেতন হয়নি

ফাইল ফটো

বিজিএমইএ’র সদস্যভুক্ত দুই হাজার ২৭৪টি তৈরি পোশাক শিল্প-কারখানার মধ্যে এক ১৮৬টি’র মার্চ মাসের বেতন হয়েছে।  আর এক হাজার ৮৮টি কারখানার শ্রমিকদের বেতন এখনো হয়নি।

বুধবার (১৫ এপ্রিল) বিজিএমই’এ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সর্বশেষ হিসাবে দেশের দুই হাজার ২৭৪ তৈরি পোশাক শিল্প-কারখানার মধ্যে এক হাজার ১৮৬টির মালিকরা তাদের ১৯ লাখ ১৯ হাজার ৬০০ শ্রমিকের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছেন।

বিজিএমইএ বলছে, দুই হাজার ২৭৪ কারখানার মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২০১ কারখানা, গাজীপুরের ৪৩২ কারখানা, নারায়ণগঞ্জ এলাকার ১১৮, সাভার ২৪৩, চট্টগ্রাম ১৫৬ এবং প্রত্যন্ত এলাকার ৪২টি অঞ্চলের মধ্যে এক হাজার ১৮৬টি গার্মেন্টসের মালিকরা বেতন পরিশোধ করেছেন। 

বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের কঠোর নির্দেশনা রয়েছে।  এমনকি বিজিএমই ও বিকেএমইএ’র পক্ষ থেকেও একই নির্দেশনা রয়েছে।

গত ১৩ এপ্রিল এক বিবৃতিতে শ্রমিকদের মার্চের বেতন ১৬ এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বেতন দিতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বিজিএমইএর সভাপতি রুবানা হকও ১৬ এপ্রিলের মধ্যে সব কারখানা মালিক তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন বলে আশা প্রকাশ করেন।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়