ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার প্রভাবে দুই ব‌্যাংকের এজিএম স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ২১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনার প্রভাবে দুই ব‌্যাংকের এজিএম স্থগিত

পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে।  সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের ফলে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ব্যাংক দু’টির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ব্যাংকের এজিএম আগামী ৩০ এপ্রিল এবং ব্যাংক এশিয়ার এজিএমআগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সরকারের সাধারণ ছুটি ঘোষণার কারণে এজিএম আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ব্যাংক দু’টি এজিএম স্থগিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে এজিএমের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে উভয় ব্যাংক কর্তৃপক্ষ।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়