ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেবে বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দেবে বিএসইসি

দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিএসইসি’র বিশেষ সভায় এ অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ এ সভাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় বলে রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিএসইসি’র নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মো. সাইফুর রহমান।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়