ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউইয়র্কে সোনালী একচেঞ্জের কার্যক্রম ফের চালু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউইয়র্কে সোনালী একচেঞ্জের কার্যক্রম ফের চালু

নিউইয়র্কে সোনালী একচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ কার্যক্রম ফের চালু হচ্ছে।

শনিবার (২ মে) থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে পুনরায় কার্যক্রমটি চালু হচ্ছে।

কনস্যুলেট সূত্র জানায়, শনিবার থেকে সোনালী একচেঞ্জ কো. নিউইয়র্কের সাতটি শাখা থেকেই বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো যাবে।

শাখাগুলো হলো- ম্যানহাটান, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজনপার্ক এবং এস্টোরিয়া।

যুক্তরাষ্ট্র সরকারের কোভিড-১৯ বিধি-বিধান মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।

জানা গেছে, সোনালী একচেঞ্জের যে কোনো শাখায় শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশে টাকা প্রেরণ করা যাবে।

তবে করোনা ঝুঁকি এড়াতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সশরীরে উপস্থিত না হয়েও সোনালী একচেঞ্জের ওয়েবসাইটের (www.sonaliexchange.com) মাধ্যমে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন করা যাবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত কারণে স্থানীয় বিধি-বিধানের জন্য সোনালী একচেঞ্জের কার্যক্রম গত ২১ মার্চ সাময়িকভাবে স্থগিত করা হয়।

এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৈধ পথে রেমিটেন্স প্রেরণে কমিউনিটির সকলকেই উৎসাহ প্রদান করে আসছে।


ঢাকা/হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়