ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: শিল্প প্রতিমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: শিল্প প্রতিমন্ত্রী

করোনাকালে সরকার সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, করোনার দুর্যোগে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদের কাছেও সরকার খাদ্য পৌঁছে দিচ্ছে।

বুধবার (৬ মে) ঢাকার মিরপুর-১৩ নম্বরে রোটারি উচ্চ বিদ্যালয়ে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। 

শিল্প প্রতিমন্ত্রী  বলেন, সরকারের তত্ত্বাবধানের ফলে হাওরাঞ্চলের বোরো ধান কাটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দেশে ধানসহ অন্যান্য খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে মজুত আছে।

পরে শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক নেতারা খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেন।  প্রতিমন্ত্রীর সহকারী সচিব মোহাম্মদ মোজাম্মেল হক মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন, কাফরুল থানা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়