ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘোষিত লভ্যাংশ স্থগিত করলো এনসিসি ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৩, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘোষিত লভ্যাংশ স্থগিত করলো এনসিসি ব্যাংক

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ স্থগিত করেছে। একইসঙ্গে ব্যাংকটি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড ডেট স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ জন্য এজিএম ২৭ জুলাই এবং রেকর্ড ডেট ১ জুন নির্ধারণ করেছিল। তবে বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশ সীমা সংক্রান্ত নির্দেশনার কারণে তা স্থগিত করেছে এনসিসি ব্যাংক।

এ বিষয়ে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে এবং সময়মতো প্রকাশ করা হবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এনসিসি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩০ টাকা। আর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.০২ টাকা।


ঢাকা/এনটি/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়