ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে বিএসইসি-গ্রামীণফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে বিএসইসি-গ্রামীণফোন

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও গ্রামীণফোন একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে।

বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

জানা গেছে, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি’র সঙ্গে কাজ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। এছাড়া বন্ডসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আশ্বস্ত করেছেন গ্রামীণফোনের সিইও।

দু’পক্ষের বৈঠক শেষে বিএসইসির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারের উন্নয়নে উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। পুঁজিবাজারে নতুন নতুন বন্ডসহ অন্যান্য বিষয়ে তারা একসঙ্গে কাজ করবে।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়