ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘করোনা সংকটেও বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘করোনা সংকটেও বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, মহামারি করোনাভাইরাসের এ সংকটেও বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের।

সম্প্রতি কানাডীয় গণমাধ্যম বিএনএন ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।  

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘করোনা মহামারির মধ্যেও চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধি হতে চলেছে ৬ থেকে ৭ শতাংশ, যা হবে করোনা সংকটে বিশ্বের মধ্যে সর্বোচ্চ।’ তবে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই পোশাকশিল্প নির্ভর হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল হিসাব অনুযায়ী ২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপের কারণে যেখানে বিশ্ব অর্থনীতি হুমকিতে। যেখানে বেশিরভাগ দেশ প্রবৃদ্ধিতে বিশাল ধসের আশঙ্কা করছে সেখানে বাংলাদেশ অনেকটাই স্রোতের বিপরীতে চলছে।’

এম এ মান্নান বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি অনেক কম। আমাদের অগ্রাধিকার বুঝতে হবে। স্বাস্থ্য এখন জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাতে আগের চেয়েও বেশি বিনিয়োগ দরকার। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। দেশের অন্তত ৮০ শতাংশ রপ্তানি আয় আসে তৈরি পোশাক থেকে। আর বাংলাদেশের গার্মেন্টস শিল্প গত কয়েকমাস ধরে ব্যাপকহারে ক্রয়াদেশ বাতিল সংকটে পড়েছে।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস আমাদের মারাত্মক ক্ষতি করেছে। দেশের অর্থনিতির চাকা সচল রাখতে এই মুহূর্তে সবকিছু চালু করা প্রয়োজন। করোনাভাইরাস একটা তেতো ওষুধের মতো। আগামী বাজেটে ব্যয় অনেক বেড়ে যাবে। কারণ স্বাস্থ্য, কৃষি, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উন্নতি করতে হলে আরও বেশি অর্থ দরকার।’

 

ঢাকা/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়