ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরকারিভাবে ধান কেনায় কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে: খাদ্যমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সরকারিভাবে ধান কেনায় কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ৮ লাখ মেট্রিক টন ধান কেনার কারণে কৃষক তার ধানের ন্যায্যমূল্য পাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভায় অনলাইন ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৮ লাখ মেট্রিক টন ধান কেনার দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে কৃষক তার ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। সরকার যদি এখন ধান কেনা বন্ধ করে দেয় তবে ধানের বাজার মূল্য পড়ে যাবে। কম করে হলেও মণ প্রতি ১০০ টাকা কমে যাবে।

চালকল মালিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, আপনারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি অনুযায়ী সঠিক সময়ের মধ্যে সরকারি খাদ্যগুদামে চাল দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারিভাবে চালের মূল্য বৃদ্ধি করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এ সময় যারা সরকারকে সহযোগিতা করবে ভবিষ্যতে চালের সরকারি মূল্য যখন বেশি থাকবে, তখন এসব মিল মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

সাবধান করে দিয়ে তিনি বলেন, আপনাদের অসহযোগিতা এবং অতি লোভের কারণে যদি সরকারকে আমদানিতে যেতে হয় তাহলে আপনাদের জন্য তা সুখকর হবে না।


ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়